myngobd.com একটি ওয়েবসাইট, যা myNGO এর একটি ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগ, আপনার গোপনীয়তা বজায় রাখার গুরুত্ব স্বীকার করে। ওয়েবসাইট ব্যবহারকারীদের সমস্ত তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা এবং সুরক্ষা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রাইভেসি পলিসি ওয়েবসাইটের ব্যবহারের মাধ্যমে আপনার কাছ থেকে পাওয়া নির্দিষ্ট কোন তথ্য কীভাবে ব্যবহার করবে তা বর্ণনা করে। আমরা আপনার কাছ থেকে কী ধরণের তথ্য সংগ্রহ করতে পারি, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রদত্ত সেবাগুলোর সাথে কীভাবে সেই তথ্য ব্যবহার করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহপূর্বক নিচের লেখাগুলো পড়ুন। এই প্রাইভেসি পলিসিটি আমাদের বর্তমান এবং প্রাক্তন অনলাইন গ্রাহক এবং ওয়েবসাইট ভিজিটরদের জন্য প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট পরিদর্শন এবং/বা ব্যবহার করে আপনি এই প্রাইভেসি পলিসিতে সম্মতি জানাচ্ছেন।
ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণকারী: আপনার দেওয়া নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা myNGO সংগ্রহ ও সংরক্ষণ করবে।
আপনার তথ্য সংগ্রহের উদ্দেশ্য: যখন আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন, যখন আপনি আমাদের কোন কোর্স ক্রয় করেন, myngobd.com আপনার নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা সংগ্রহ করে । একবার আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সাইন-ইন করলে আপনি আমাদের কাছে আর অজ্ঞাতনামা থাকবেন না। আমরা আপনার তথ্য ব্যবহার করে থাকি:
নিরাপদ মোবাইল পেমেন্ট গেটওয়ে: আপনি যখন আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো কোর্স ক্রয় করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে বিকাশ পেমেন্ট গেটওয়ের পাতায় প্রবেশ করবেন এবং সেখানে আপনার ওয়ালেটের নিজস্ব তথ্য দিয়ে কোর্স ক্রয়ের ফিস পরিশোধ করতে পারবেন। যা শতভাগ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। কোর্সের ফিস পরিশোধের সময় আপনার ওয়ালেটের পিন নম্বর/তথ্যাদি আমাদের জানার বা তথ্য সংরক্ষণ করার কোনো প্রকার সুযোগ নেই। আপনার ওয়ালেট কেবল মাত্র আপনার আওতাধীন ও নিয়ন্ত্রাধীন।
ইমেইল অপ্ট আউট: আপনি যদি আমাদের থেকে ই-মেইল এবং অন্যান্য প্রচারমূলক তথ্য পেতে আগ্রহী না হন তবে দয়া করে আপনার অনুরোধটি ই-মেইল করুন: myngobd@gmail.com বা info@myngobd.com এ।
নিরাপত্তা: আপনার কাছ থেকে সংগৃহীত তথ্য সুরক্ষার জন্য আমরা যথাযথ প্রযুক্তিগত এবং সাংগঠনিক নিরাপত্তা ব্যবস্থা সর্বদা নিযুক্ত করি। আমরা অননুমোদিত বা অবৈধ ব্যবহার বা তথ্যের পরিবর্তনের বিরুদ্ধে এবং কোনও দুর্ঘটনাজনিত ক্ষতি, ধ্বংস, বা তথ্যের ক্ষতির বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা ব্যবহার করি। তবে ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সমিশনের কোনও পদ্ধতি বা বৈদ্যুতিক স্টোরেজ পদ্ধতি 100% নিরাপদ নয়। অতএব, আমরা এর নিখুঁত সুরক্ষার গ্যারান্টি দিতে পারি না। আপনি আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ডের গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য দায়বদ্ধ এবং কোনও তৃতীয় পক্ষকে এই তথ্যগুলো সরবরাহ করবেন না। আরও প্রকাশ থাকে যে, এই ওয়েবসাইটের কন্টেন্ট অন্য কোথাও ক্রয়/বিক্রয়/পরিবেশন/প্রদর্শন ইত্যাদি আইনত অবৈধ ও দন্ডনীয়। কোথাও এরূপ সংঘটিত হলে myNGO ঐ ব্যক্তি/প্রতিষ্ঠান/পক্ষের বিরুদ্ধে আইনের আশ্রয় ও মাননীয় আদালতের আশ্রয় নিতে পারবে।
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন: আপনি যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তখন বিজ্ঞাপনগুলি পরিবেশন করতে আমরা তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সংস্থা এবং / অথবা বিজ্ঞাপন এজেন্সিগুলি ব্যবহার করতে পারি। এই সংস্থাগুলি আপনার আগ্রহের বিষয় হতে পারে এমন পণ্য এবং পরিষেবাদি সম্পর্কিত এই ওয়েবসাইট এবং অন্যান্য তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলিতে বিজ্ঞাপন সরবরাহ করতে পারে।
প্রাইভেসি পলিসি পরিবর্তন: ওয়েবসাইট যেকোনো সময়ে এই নীতিটি তার নিজস্ব প্রয়োজনের উপর ভিত্তি করে পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। আমরা আপনাকে প্রতিটি পরিবর্তনের পর এই প্রাইভেসি পলিসিটি পুনরায় পড়ার অনুরোধ করছি। ওয়েবসাইটের যে কোনো প্রয়োজনে/পরামর্শের জন্য ই-মেইল করতে পারেন: myngobd@gmail.com বা info@myngobd.com এই ঠিকানায়।