আপনার এনজিওর জন্য ফান্ডিং ডোনার খুঁজছেন? অথবা আপনি একজন কর্মী কিন্তু ফান্ডিং ডোনারের খোঁজ-খবর দিয়ে কর্তৃপক্ষের সুনজরে আসতে চান? অথবা আপনার কোনো পরিচিত এনজিও-কে বা কর্মীকে এই বিষয়টি শেয়ার করে তার উপকার করতে পারেন। এই ‘‘ডোনার-ফাইল’’ গুলোতে পাবেন বিভিন্ন ক্যাটাগরির ২০০০ টি ফান্ডিং ডোনারের ওয়েবসাইট, কন্ট্যাক্ট পারসন, ই-মেইল এড্রেস এবং ৩০ টি স্পেশাল Call for Proposal প্লাটফর্ম।
যদি কোনো মিডিয়া/মাধ্যম ছাড়াই সরাসরি দেশি ও বিদেশি ডোনারের নিকট থেকে ফান্ড পেতে চান, তবে আমাদের ৭/৮ বছরের প্রচেষ্টায় খুঁজে বের করা ও যাচাই-বাছাই করা এই ‘‘ডোনার-ফাইল’’ আপনার জন্য সহায়ক হবে।
আপনি আজ পর্যন্ত কোনো ফান্ড পান নি? যা পেয়েছেন তা যৎ সামান্য? আপনি এতকাল দু’একটি ফান্ড পেয়েছেন? এই ‘‘ডোনার-ফাইল’’ আপনার গতানুগতিক ফান্ডিং এপ্রোচকে বদলে দিবে।
আপনি Call for proposal এর অপেক্ষায় আছেন? কোথায় এই proposal পাবলিশ হচ্ছে তাও জানেন না? মাঝে-মধ্যে দু’একটা proposal পাবলিশ হলেও তা আপনার হাত ছিটকে যাচ্ছে? বছরের পর বছর proposal পাবলিশের অপেক্ষা করেই যাচ্ছেন? আমরা আপনাকে এমন কিছু স্পেশাল ৩০ টি সাইটের সন্ধান দিব যেখানে নিয়মিত Call for proposal পাবলিশ হয়। যেখানে Call for proposal পাবলিশ হলে দেখতে পারবেন এবং নিজে নিজেই Apply করতে পারবেন। আবার, কিছু ডোনার আছে তারা Call for proposal পাবলিশ করে কম, তারা বিভিন্ন এনজিওর নিকট থেকে proposal/concept সংগ্রহ করে বেশি। সেই ডোনাররা সেগুলো বিশ্লেষণ করে এনজিও গুলোকে ফান্ড দেয়। ফান্ড সাইজও বড় হয়। এটাই বাস্তবতা। বড় বড় এনজিও গুলো Call for proposal পাবলিশের অপেক্ষায় থাকেনা, তারা নিজেরা proposal/concept রেডি করে নিজেদের চাহিদামত ফান্ড Claim করে। এ ক্ষেত্রে ডোনার এই ফান্ড খুব বেশি কাটছাট না করেই ফান্ডিং করে থাকে।
অনেকে বলেন, বাংলাদেশে এনজিওর জন্য এখন ফান্ড পাওয়া যায়না। কিন্তু ফান্ড ঠিকই আছে। কেবল, এনজিওর ফান্ডিং এপ্রোচ বদলে গেছে। ডোনাররা SMART এনজিওকে খুঁজে থাকে, তাদেরকে ফান্ডিং করার জন্য। বাংলাদেশে এনজিও অনেক বেশি, কিন্তু SMART এনজিও কম। তাই সময়ের সাথে তাল মেলাতে আপনাকেও SMART/চৌকস/Expert হতে হবে ফান্ড পাওয়ার জন্য।
কিভাবে সহজে ফান্ড পাবেন ? কিভাবে বছরে বেশ কিছু ক্যাটেগরিতে ফান্ড পাবেন ? কিভাবে এনজিও ব্যুরোর নিবন্ধন পেতে হলে ডোনারের কমিটমেন্ট লেটার পাবেন ? এসব প্রশ্নের সহজ সহজ কিছু দিকনির্দেশনা বা গাইডলাইন এই ‘ডোনার-ফাইল’ এ দেওয়া হয়েছে । যা পরীক্ষিত ।
এখন প্রশ্ন হলোঃ
> আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের সাইট থেকে অনেকেই এই ‘‘ডোনার-ফাইল’’ ক্রয় করবেন। তাহলে কি সবাইকে ডোনার ফান্ডিং করবে ?
কঠিন প্রশ্নের সহজ উত্তরঃ
> সব লোকাল এনজিও একই ইস্যু নিয়ে কাজ করেন না এবং ডোনাররাও ভিন্ন ভিন্ন ইস্যুতে ফান্ডিং করে;
> ডোনাররা সর্বদা এনজিওর মাঝে ‘ইউনিক আইডিয়া’ খোঁজে। তাই অনেকের মধ্যে আপনার ‘ইউনিক আইডিয়া’ তাদের পছন্দ হতে পারে;
তাই বাংলাদেশের সব এনজিও যদি আমাদের সাইট থেকে এই ‘‘ডোনার-ফাইল’’ ক্রয় করেন, তবে আপনার জন্য বিন্দু মাত্র ঝুঁকি/কোনো টেনশন নাই। বরং বাংলাদেশে কাজের ক্ষেত্র বাড়বে।
myNGO চায়, প্রত্যেকেই বিদেশি ডোনারের সাথে কাজ করুক।
গুরুত্বপূর্ণ নোট :
যাদের এনজিও ব্যুরোর নিবন্ধন আছে, তারা সকল ডোনারের সাথে কাজ করতে পারবেন। কিন্তু যাদের এনজিও ব্যুরোর নিবন্ধন নেই,তারা শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন এনজিওর সাথে কাজ করতে পারবেন। যেমন: বাংলাদেশ পার্টের মধ্যে (ক) মানুষের জন্য ফাউন্ডেশন-এমজেএফ (খ) নাগরিক উদ্যোগ (গ) বাংলাদেশ এনজিও ফোরাম ইত্যাদি। আপনাদের যাদের এনজিও ব্যুরোর নিবন্ধন নেই, আপনাদের একমাত্র লক্ষ্য হবে, বিদেশি ডোনারকে আপনার সংস্থার কার্যক্রম সত্য ও সুন্দরভাবে উপস্থাপন করে, বিদেশি ডোনারের নিকট থেকে ফান্ডিং এর জন্য একটি ‘কমিটমেন্ট লেটার’ সংগ্রহ করা। এই ‘কমিটমেন্ট লেটার’ দিয়ে এনজিও ব্যুরো তে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।
সার্ভিসের ধরন: Excel ফাইল ডাউনলোড